লিটনের ভোট দুঃখের কথা
আমি ২০১৪ সালে ভোটার হই ২০১৬ সালে প্রথম ভোট দেই এবং যে তিন জনকে ভোট দিয়েছিলাম উনারা তিন জন'ই জনপ্রতিনিধি হয়েছিলেন কিকন্তু উনারা প্রতিনিধি হওয়ার পরে উল্লেখযোগ্য কোনো কিছু করেছেন বলে মনে হচ্ছে না (তাই আমার ভোট দেওয়া ভুল হয়েছে বলে প্রমানিত এর জন্য আমি ক্ষমা চাচ্ছি) দ্বিতীয়, সেকেন্ড টাইম স্বপ্নের ভোটের দিন কত আশা ভরসা নিয়ে গেলাম ভোট কেন্দ্রে ওমা গিয়ে দেখি ও শুনি ৩০ তারিখের ভোট নাকি ২৯ তারিখ রাতেই হয়ে গেছে এবং রেজাল্টও আউট হয়ে গেছে এবার ফর্মালিটি রক্ষার্থে দিনে শুধু লোক দেখানো বা বুঝানো হচ্ছে যে নির্বাচন হয়েছে বা হচ্ছে দেশে তার পর কেন্দ্রের চার পাশের হাব ভাব বুঝলাম বুঝে কেন্দ্রে ঢুকব এমন সময় দেখি দরজার সামনে পরিচিত একজন পায়চারি করতেছেন ভিতরে আরেক জন দাড়ানো (মামা ভাগনা) ঢুকলাম ভিতরে গিয়ে চোখ ঘুড়িয়ে চারিদিক দেখে এজেন্ট মাত্র একজন পেলাম আর ভোটার একজন পিজাইডিং অফিসারের সামনে গিয়ে দাড়াতেই আমাকে বললেন নাম কি? নাম বললাম মুহাম্মদ লিটন উনারা লিস্ট বের করে দেখেন আমার ভোট রাতেই দেওয়া হয়েগেছে মানে আমার নামের সাইডে দাগ দেওয়া আমারও বুঝতে বাকি নাই পিজাইডিং অফিসার একজন মহিলা একজন পুরুষ উনারা আ...