পোস্টগুলি

জুলাই, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সাবেক চেয়ারম্যান প্রার্থীর ইন্তেকাল

ছবি
 ইন্না- লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দক্ষিণ কলাবাড়ি নিবাসি বিশিষ্ট সালিশ ব্যক্তি জনাব মোঃ মনির উদ্দিন। আজ বিকাল ০২ঃ৩০   মিনিটের সময় শ্বাসকষ্ট জনিত সমস্যায় নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।  যানাজার নামাজ আজ রাত ০ঃ৯ টার সময় দক্ষিন  কলাবাড়ির পশ্চিমের মাটে অনুষ্ঠিত হবে এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি। আল্লাহ যেন উনাকে জান্নাত দান করেন। আমিন

পারিবারিক শিক্ষা জরুরী কেনো জানুন

ছবি
সু ষ্ঠু সমাজ ব্যবস্থা বিনির্মাণে পারিবারিক বন্ধন জরুরি ************************************** আমাদের সমাজে দিনদিন ব্যাপকভাবে বেড়ে চলছে পারিবারিক অসহিষ্ণুতা। আর এর কুফল সমাজ ব্যবস্থায় আঘাত হানছে চরমভাবে। এর মূল কারণ পারিবারিক বিভেদ। যেটা আমাদের ভাবিয়ে তুলছে। সবচেয়ে বড় কথা সমাজ ও পরিবারের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সে জায়গায় ব্যাপক ফাটল ধরেছে। এবং এই ফাটলটা দিন দিন বেড়েই চলছে। আমাদের শিক্ষার মূল জায়গা হলো আমাদের পরিবার। পরিবার একটি চিরস্থায়ী সামাজিক সংগঠন। আর একটি পরিবারের মাঝে সবচেয়ে আশার বিষয় থাকে পারিবারিক বন্ধন। পারিবারিক বন্ধন হলো পরিবারের সকল সদস্যদের মধ্যে তৈরি হওয়া আবেগীয় সম্পর্ক। পারস্পরিক বিশ্বাস, স্নেহ, ভালোবাসা, সম্মান, আস্থা ইত্যাদি পারিবারিক বন্ধনের ভিত্তি। পারিবারিক বন্ধন দৃঢ় না হলে পরিবারের অস্তিত্ব সংকটের মুখে পড়ে। যার ফলে সমাজ ব্যবস্থা দুর্বল হয় এবং তৈরি হয় সামাজিক অস্থিরতা। মানবজাতির বিকাশ লাভের সাথে সাথে সমাজের অগ্রগতি ও পরিবারের রূপ এবং কাঠামোর পরিবর্তন হয়েছে। এর পরে রয়েছে সামাজিক অবস্থান। মানুষ সামাজিক জীব। প্রাচীনকাল থেকেইে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে আসছে। সমা...

নারীরা'ই দামী

ছবি
  আমাদের মা বোনদের কিছু লোক বোকা বানাচ্ছে আর তারাও সেই বোকাদের দলে যোগ দিতে গিয়ে বলছে নারী স্বাধীনতা চাই, দেখেন বোন শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায়, একটা জিনিস খেয়াল করে দেখবেন বাজারে গেলে, মাছ মাংস সবজি এবং কমদামী জিনিস পত্র খোলামেলা থাকে, আবার দেখবেন স্বর্ণের দোকানে গেলে, হিরা ডায়মন্ড স্বর্ণ রুপা বাক্সে লক করা থাকে, এবার বুঝেন দামী জিনিস সব সময় নিরাপত্তায় রাখতে হয় লক করে, এবার আপনি ডিসাইড করেন পর্দায় থেকে হিরা ডায়মন্ড স্বর্ণ হবেন নাকি মাছ মাংস সবজি কমদামী জিনিস হবেন? সাধারণ এই জিনিস গুলো লক্ষ্য করলেই বুঝতে পারবেন নারীরা কতটা দামী, 

দুনিয়া টা ক্ষণস্থায়ী

  প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিনই তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে, যাকে আগুন (জাহান্নাম) থেকে দূরে রাখা হবে এবং যে বেহেশতে প্রবেশলাভ করবে সেই হবে সফলকাম, আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত ছাড়া আর কিছুই নয়...!

সফল এবং ব্যর্থতার গল্প

  সবাই সফল ব্যক্তির গল্প শুনে, কেউ ব্যর্থ ব্যক্তির গল্প শুনে না, যদি সবাই ব্যর্থ ব্যক্তির গল্প শুনত তাহলে থু থু দিয়ে ধ্বংস করে দিত ঐসকল সফল ব্যক্তিকে, সমাজের মানুষ এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেদিকে থাকায় সেই দিকেই সফল মানুষ খুঁজে, সে যে কিভাবে সফল হলো সেই দিকে থাকাতেই চায় না, হায় আফসোস হায় আফসোস     

চিন্তার বিষয় নয় কি?

  নিজের আয়ত্তে দামী গাড়ি নিজের একটা আলিসান বাড়ি আর সেই বাড়ির উঁচু বিল্ডিংয়ের টপ ফ্লোরের বেলকনীতে দাঁড়িয়ে পোড়ো শহর টাকে দেখার ইচ্ছে আছে অনেকের'ই এবং এই স্বপ্ন নিয়ে অনেকে ছুটে চলেছে অবিরত আবার কেউ সেই স্বপ্ন নিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে দিন রাত্র,  এই স্বপ্ন অনেকের পূরণ হয় তবে ১/২% মানুষের এই ১/২% মানুষ কেউ সঠিক পথে কেউ বা ভুল পথে হলেও গন্তব্যে ঠিকি পৌঁছে যায় আবার কেউ মধ্যখানেই বিলীন হয়ে যায় নিজেই, আসলে এখানেই কি আমাদের সব শেষ?,  না এখানেই শেষ না আরো আছে তবে সেটা এই দুনিয়ায় না! পরকাল বলতে যে একটা কথা আছে আমরা ভুলেই যাই আহারে আফসোস কত কিছুই না করলাম আর করছি কিন্তু পরকালের জন্য কি করছি এই প্রশ্ন কি একবারও নিজেকে করেছি???,

শান্তির খুঁজে কোথায় যাব?

  দুনিয়াতে শান্তি খোঁজা একরকম  বোকামি'ই বলতে পারেন, একজন মুমিনের আসল শান্তির স্থান   হল জান্নাত, তবে সেটা দুনিয়াকে পুজি করে, এখন সেটা আপনি ডিসাইড করবেন দুনিয়ার শান্তি চান নাকি পরকালের শান্তি চান,   চয়েস দ্যা ইউর অপশন!

মিথ্যা স্বপ্ন দেখা

আকাশের তাঁরা টা ও একদিন পরে যায়, আর তুমি আমি আমরা কিভাবে আরেকজনকে কথা দেই সারাজীবন থাকব,??

গুমের বিচার হবে কি?

  গুম কান্ডে কারা জড়িত এই জাতি ভাল করেই জানে, জেনে ও প্রতিবাদ না করে নিরব থাকে, তার কারণ হচ্ছে এই যে ছোট কালে মা বাবা বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়াতো, সেই ভয় এখনো কাজ করে তাই বাঘের চেয়ে বিড়ালকেই বেশি ভয় পায় তারা, #মুক্ত_চিন্তা