দেখুন সংবিধান সমাচার
সংবিধান লিখতে হবে খাঁটি বাংলা ভাষায় যেনো গ্রামের অজপাড়া গায়ের ছোট শিশুটিও বুঝতে পারে দেশের বিরুদ্ধে গিয়ে সে কিছু করছে কি-না। আরো সহজ ভাষায় বলতে গেলে বলতে হয় চাকরি 'ন' দিবি তো হামার ছেলেকে মারলি কেন⁉️ সংবিধান নাকি বুড়িগঙ্গা কোনটা? সংবিধান নামে বানানো গাল ফুলা কামালের মুজিব বন্ধনার কয়েকটা কাগজ ছাড়া অন্য কিছুই নয় এই সংবিধান, বৃটিশের রাজতন্ত্রের লেখা চুরি করে এনে নিজে কিছু যোগ করে মুজিব বন্ধনা লিখে গণতন্ত্রের নামে চালিয়ে দেওয়া কাগজ গুলো বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে এখনি সময় নতুন সংবিধান রচনা করা, যেখানে মৌলিক অধিকারের নাম দিয়েও অধিকার হরণ করা হবে না, বিনা চিকিৎসায়। না খেয়ে। ভাসন্তির মত বস্রহীন। অভাব অনটনে মানুষ মারা যাবে নাহহহহ। কবি রফিক আজাদের মত আর কোনো কবি না লিখুক ভাত দে হারামজাদা নাহয় মানচিত্র খাব। পরিশেষে স্যালুট জানাই ২৪শে'র সকল বিপ্লবী বীর এবং শহিদ হওয়া ভাই বোনদের কে যাদের আত্মত্যাগের কারণে আমরা আবার ফিরে পেয়েছি মাতৃভুমি। #ইনকিলাব_জিন্দাবাদ #এম_লিটন #২৮_১২_২০২৪
মিথ্যে আশা
উত্তরমুছুন