চিন্তার বিষয় নয় কি?
নিজের আয়ত্তে দামী গাড়ি
নিজের একটা আলিসান বাড়ি আর সেই বাড়িরউঁচু বিল্ডিংয়ের টপ ফ্লোরের বেলকনীতে দাঁড়িয়ে পোড়ো শহর টাকে দেখার ইচ্ছে আছে অনেকের'ই এবং এই স্বপ্ন নিয়ে অনেকে ছুটে চলেছে অবিরত আবার কেউ সেই স্বপ্ন নিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে দিন রাত্র, এই স্বপ্ন অনেকের পূরণ হয় তবে ১/২% মানুষের এই ১/২% মানুষ কেউ সঠিক পথে কেউ বা ভুল পথে হলেও গন্তব্যে ঠিকি পৌঁছে যায় আবার কেউ মধ্যখানেই বিলীন হয়ে যায় নিজেই, আসলে এখানেই কি আমাদের সব শেষ?, না এখানেই শেষ না আরো আছে তবে সেটা এই দুনিয়ায় না!
পরকাল বলতে যে একটা কথা আছে আমরা ভুলেই যাই আহারে আফসোস কত কিছুই না করলাম আর করছি কিন্তু পরকালের জন্য কি করছি এই প্রশ্ন কি একবারও নিজেকে করেছি???,
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks For Comment