কোটি ভক্তকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সবার প্রিয় জুনায়েদ বাবুনগরী
হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী আর নেই,
হেফাজতে ইসলামের আমীর ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
বৃহস্পতিবার বেলা ১২.৪৫ মিনিটে তিনি চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআর এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস তাঁর মৃত্যুর বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় হঠাৎ উচ্চ রক্তচাপের কারণে তিনি অনেকটা সংজ্ঞাহীন হয়ে পড়ায় তাকে বেলা সাড়ে ১১টার দিকে সিএসসিআর এ তাকে ভর্তি করা হয়।
মাওলানা মীর ইদরীস বলেন, ‘কয়েকদিন আগেও হুজুরের নিয়মিত চেক আপে সবকিছু ঠিক ছিল। তবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় হঠাৎ উচ্চ রক্তচাপের কারণে তিনি অনেকটা সংজ্ঞাহীন হয়ে পড়েন।
তাকে বেলা বারোটার দিকে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআর এ তাকে ভর্তি করা হয়। তিনি ডাক্তার ইব্রাহিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। প্রথমে সাধারণ ওয়ার্ড ও পরে অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে ১২.৫০মিনিটে তার মৃত্যু হয়।
প্রসঙ্গত,৭৩ বছর বয়সী আল্লামা বাবুনগরী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে অসুস্থতায় ভুগছিলেন।
হাজারো আলেমের উস্তাদ, উপমহাদেশের বিখ্যাত দ্বীনি শিক্ষা-প্রতিষ্ঠান দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শায়খুল হাদীস এবং হেফাজতে ইসলামীর নির্বাচিত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী দুনিয়ার সফর সমাপ্ত করে রাব্বি কারিমের ডাকে সাড়া দিয়েছেন।
হক্বের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন এক আপোষহীন যোদ্ধা। চরম চাপ, জুলুম-নির্যাতন, ভয়-ভীতিতে কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। হক্বের মঞ্জিলের দিকে তাঁর পথচলা ছিলো নিরন্তর।
আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর এই গোলামের তামাম জিন্দেগীর নেক খেদমতগুলোকে কবুল করুন। ইলমে দ্বীনের যে নূর তিনি ছড়িয়ে গেছেন, সে নূর সমাজকে যুগে-যুগে আলোকিত করুক। হক্বের পক্ষে আপোষহীন তাঁর এই ভূমিকা হক্বপন্থীদেরকে যুগ-যুগ ধরে উজ্জীবিত করুক।
আল্লাহ্ পাক তাঁর জীবনের ত্রুটি-বিচ্যুতিগুলো মেহেরবানী করে ক্ষমা করুন, অনন্ত সফরে রহম করুন এবং তাঁকে জান্নাতের আ’লা দারাজা জান্নাতুল ফিরদাউস দান করুন।
রেখে যাওয়া আমানত তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদেরকে আল্লাহ্ তা’য়ালা রক্ষা করার তাওফিক দান করুন।
পরিবার, প্রিয়জন এবং আল্লামা মরহুমের সকল পর্যায়ের সহকর্মীদেরকে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’য়ালা সবরে জামিল দান করুন। আমীন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks For Comment