আমাদের এই আর্তনাদ


 আমাদের এই আর্তনাদ 

 

এইতো সেদিন একটা সময় ছিল,

সচ্ছলতা ছিল আমাদের ঘরে-ঘরে

গায়ে খেঁটে, ব্যবসা-বানিজ্য এইসবে;

অন্ততপক্ষে আমরা ডাল-ভাতে পুষ্ট ছিলাম! 

পুষ্ট ছিল নানাপ্রান্ত থেকে ছুটে আসা হতদরিদ্র মানুষ।

কিন্তু আকস্মিক একটি কালবৈশাখী ঝড় এলো!

কেড়ে নিল আমাদের পাতিলের রুটি-ভাত ,

আমরা এখন উদরপূর্তি ছাড়াই বেঁচে আছি কেবল

তবে বাড়ছেই আমাদের আর্তনাদ,

 নীরবে-নিবৃত্তে গড়াচ্ছেই আমাদের অশ্রুজল।

আচ্ছা স্থানীয় জনপ্রতিনিধি, এসপি, ডিসি, মন্ত্রী মহোদয় 

তোমরা তো এই সমাজেরই লোক!

তোমরা কি শুনতে পাও না, আমাদের এই আর্তনাদ? 


লেখক = ফয়জুর রহমান / Md Foyjur Rahman

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দেখুন সংবিধান সমাচার

পরিবেশের দোহাই দিয়ে আর কতদিন বন্ধ রাখবেন পাথর কোয়ারী জানতে চায় জনগণ

শান্তির খুঁজে কোথায় যাব?