নটী শব্দের অর্থ জেনে নিন
'নটী’ শব্দের অর্থটা আমাদের মাথায় রাখা দরকার। 'নটী'র সুডৌল অর্থ হলো—অভিনেত্রী, নর্তকী, নাটকে অভিনয় করে যে। যেমন নট নটী মানে অভিনেতা অভিনেত্রী। অভিনয়ে যার সীমাহীন দক্ষতা, তাকে বলা হয় নটরাজ। কুশলী অভিনেত্রীর বেলায় নটীরানী বলা হয় কিনা, জানা নেই। সমাজে প্রচলিত 'নটী'র আরও বহুবিধ দুরাচার অর্থ রয়েছে। যেমন—পতিতা, গণিকা, ছিনাল, বারাঙ্গনা, বিনোদিনী ইত্যাদি কদর্য সব বিশেষণ। বঙ্গদেশে চয়নিকা চৌধুরী ও পরীমনিদের দেখলেই মানুষ বোঝে, নটী'র এমন নিচ অরুচিকর শব্দ কিভাবে প্রচলিত হল!! আজ থেকে পঞ্চাশ একশো বছর আগেও বঙ্গদেশে বিনোদনের অন্যতম মাধ্যম ছিলো যাত্রাপালা। সারাদেশে প্রায় সব মৌসুমে নানাধর্মী যাত্রাপালার আয়োজন হতো। এসব পালায় নাচগানের পাশাপাশি বিভিন্ন নাটক মঞ্চস্থ হতো। বেহুলা লক্ষিন্দর, গাজি কালু চম্পাবতী, কাসেম মালা, কাজলরেখা এমন নামের নাটক বেশ জনপ্রিয় ছিলো। এ নাটকগুলোতে যেসব মেয়ে অভিনয় করতো, তাদেরকেই 'নটী’ বলা হতো। এই নটীদের মধ্যে যারা সুন্দরী এবং অভিনয়ে করিৎকর্মা, অভিনয়ের সুবাদে বাজারে তাদের বেশ নাম ডাক ছড়াতো। তার নাম শুনেই দশ গাঁয়ের লোকজন জমায়েত হতো যাত্রা প্যান্ডেলের নিচে...